চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে চাঞ্চল্যকর রাব্বি হত্যা মামলার প্রধান আসামী মাদক চোরাকারবারি কামাল মিয়াকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধায় চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক কামালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, গত ২০ মে সন্ধ্যায় আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের পাশের পরিত্যক্ত রেললাইনের কাছে মাদকের চালান আটক করেতে গেলে মাদক চোরাকারবারি কামাল কিশোর রাব্বিকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ মে ভোর রাতে রাব্বি’র মৃত্যু হয়। এ ঘটনার পরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে রাব্বির খুনিদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে সোর্সের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট থানার পুলিশ শ্রীমঙ্গলের সীমান্ত এলাকার জাম্মুরা ছড়া থেকে তাকে আটক করে। খুনি কামাল কে গ্রেফতারের খবরে চুনারুঘাটে স্বস্তি ফিরে এসেছে।