চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে রাস্তার সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে জিতু মিয়া (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কেউন্দা গ্রামের মৃত হাজী আব্দুল হেকিমের ছেলে।
এলাকার লোকজন ও পুলিশ জানায়, রাস্তার সীমানা নিয়ে নিহত জিতু মিয়ার সঙ্গে তার ভাতিজা জিয়া উদ্দিনের দীর্ঘ দিনের বিরোধ ছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ৯টায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে জিতু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনা নিশ্চিত করে জানান, রাস্তার সীমানা নিয়েই খুনের ঘটনাটি ঘটেছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।