দেশে চলমান করোনার প্রকোপে অচল সারাদেশ তাই কর্মহীন হয়ে পড়ছে বেশিরভাগ মানুষ। এতে দরিদ্র জনগোষ্ঠী হয়ে পড়েছেন আরও অসহায়। দুশ্চিন্তায় দিন কাটছে নিম্ন আয়ের এসব মানুষের। আর তাই কর্মঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলার চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের লন্ডন প্রবাসী জালাল আহমেদ।
বৃহস্পতিবার (৩০এপ্রিল) নিজ অর্থায়নে জালাল আহমেদ এর নিজ বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণের করেন তার বড়ভাই হাজ্বী মোঃ আবুল কালাম ও মীর জামাল আহমেদ। উপজেলার বিভিন্ন অঞ্চলের কর্মহীন দিনমুজুর অসহায় ৪শতাধিক নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইকরামুল মজিদ দুলাল, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান মাসুদ, ভি আর ডিবি অফিসার দিপক, সাংবাদিক মাষ্টার ফজল তরফদার, মোতাব্বির হোসেন কাজল, মোঃ আব্দুল্লাহ, পাবলিক হেলফ সার্ভিস কর্মকর্তা মোক্তাদিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
স্থানীয় লোকজন বলেন এই ক্রান্তিকালে সরকারের সহায়ক হিসেবে অসহায় গরীবদের পাশে থেকে এ সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। এ জন্য এ প্রবাসীকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় লোকজন ও অসহায় দিনমজুররা।
প্রবাসী জালাল আহমেদ জানান, অসংখ্য মানুষ কর্মহীন সরকারের নির্দেশনায় অনেকেই ঘর হতে বের হতে পারছেন না। তাই আমি প্রবাসে থেকে দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে সরকারের পাশাপাশি দুর্যোগপূর্ণ এই সময়ে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য খাদ্য সামগ্রী দেয়ার চেষ্টা করছি । আমার সাধ্য অনুযায়ী এ সহযোগিতা অব্যাহত থাকবে।
লন্ডন ক্যামডেনের প্রথম বাংলাদেশী সাবেক মেয়র(গোল্ড মেডেলিস্ট) উমর ফারুক আনসারী বলেন, এ সংকট নিরসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে। করোনার এ দুর্যোগ যতদিন থাকবে ততদিন অসহায়দের মানুষের পাশে তিনি ও থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন ।