স্টাফ রিপোর্টার : দৈনিক যুগান্তরের চুনারুঘাট প্রতিনিধি আবুল কালাম আজাদের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। এই প্রথম হবিগঞ্জ জেলায় কোন সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন। জানাযায়, কিছুদিন যাবত তিনি জ্বর ও হালকা কাশতে ভুগছিলেন। গত ৬ জুন তিনি সেচ্ছায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরিক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। মঙ্গলবার ( ১৬ জুন) রাত সাড়ে ১২ টার দিকে উনার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়। রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় উনার নিজ বাড়িতে অবস্থান করছেন। উনার শারীরিক ও মানুষিক অবস্থা ভালো আছে। উনি আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।