চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৩ ব্যাক্তি ও ব্যাবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার ৪ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টার পরে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা, রেড জোনে সিএনজি চালনো, মুখে মাস্ক ব্যবহার না করাসহ স্বাস্থ্যবিধি না মানায় চুনারুঘাট উপজেলার পৌর এলাকা, আমতলী বাজার, কাচুয়া বাজার, শাকির মোহাম্মদ বাজার, শ্রীকুটা বাজার, দুর্গাপুর বাজার, শায়েস্তাগঞ্জ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান খান সর্বমোট ৩৩ ব্যাক্তি ও ব্যাবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার ৪ শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ও জনসাধারণের জীবন রক্ষার স্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন হবিগঞ্জ এর অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে।