হবিগঞ্জের চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে ৭২ কেজি গাঁজা ও ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
রবিবার (৫ জু্লাই) দিবাগত রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তের রাবার বাগানে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ করে।
হবিগঞ্জের বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী জানান – চিমটিবিল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১৯৭৫ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাবার বাগান নামক স্থানে অভিযান চালানো হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বহনকারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৭২ কেজি ভারতীয় গাঁজা, ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০৩ বোতল ভারতীয় মদ ও ০৩ টি ফোগ বডি স্প্রে জব্দ করা হয়। সোমবার (০৬ জুলাই) এ ব্যাপারে বিভাগীয় মামলা হয়েছে।