স্টাফ রিপোর্টার : চুনারুঘাটের রেমা চা বাগানের শ্রমিক ও মালিক পক্ষের বিরোধের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে উপজেলা প্রশাসনের মধ্যস্ততায় পুনরায় চা বাগানের উৎপাদন কার্যক্রম শুরু করার বিষয়ে ঐক্যমতে পৌছেছে উভয়পক্ষ। মঙ্গলবার ( ০২ জুন) উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর প্রচেষ্টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মালিক পক্ষ এবং শ্রমিকদের উপস্থিতিতে বিরোধের সমাধান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট থানার পরিদর্শক (ওসি) শেখ নাজমুল হক সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধের প্রেক্ষিতে মালিকপক্ষ শ্রমিকদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার অঙ্গীকার করলে শ্রমিকরা কাজে যোগদানে সম্মত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী বৃহস্পতিবার ( ৪ জুন) থেকে পুনরায় রেমা চা বাগানের উৎপাদন কার্যক্রম চালু করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল কাদির লস্কর বলেন ভবিষ্যতে মালিক ও শ্রমিক এর মধ্যকার সুসম্পর্ক অটুট রাখার স্বার্থে উপজেলা প্রশাসন নিয়মিত বাগান পরিস্থিতি মনিটরিং করবে। উল্লেখ্য যে, গত ৬ মার্চ রেমা চা বাগানের ম্যানেজার ও শ্রমিকদের মধ্যে বিভিন্ন দাবি ও সুযোগ-সুবিধা নিয়ে বিরোধ এর প্রেক্ষিতে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ বাগানের সামগ্রিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।