মোঃজাকির হোসেন মাধবপুর :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্তের পশ্চিম ডুলনা নামক স্থান হতে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুইবিল বিওপি’র নায়েক মোঃআবুল হোসেনের নেতৃত্বে টহল দল (৯ জুন) মঙ্গলবার দুপুর ১২ টায় ভারতীয় ২৫ কেজি গাঁজাসহ মোছাঃ আছিয়া খাতুন নামে ১ মহিলাকে আটক করা হয়েছে।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা আটককৃত আসামির স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটক মহিলা আসামী হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা গাজীপুর পশিচম ডুলনা গ্রামের মোঃরাজু মিয়ার স্ত্রী মোছাঃ আছিয়া খাতুন (৪৫)।
আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮৭,৫০০( সাতাশি হাজার পাঁচশত)টাকা।
অপরদিকে একই দিনে দুপুর ২টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপির নায়েক সুবেদার মোঃআব্দুল হালিমের নেতৃত্বে চৌমুহনী ইউনিয়নের কমলপুর নামক স্থান হতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় পরে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০,৫০০ (দশ হাজার পাঁচশত) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হবিগঞ্জ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস,এন,এম,সামীউন্নবী চৌধুরী পিবিজিএম,পিবিজিএমএস, এর সত্যতা নিশ্চিত করেছেন।