মাধবপুর প্রতিনিধি ।। হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণের পর দ্বিতীয় দফায় আবারও ৫ হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে সায়হাম গ্রুপের উদ্যোগে।
শনিবার (১৬ মে) দুপুরে চুনারুঘাট উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার দরিদ্র মানুষের জন্য ইফতার সামগ্রীর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে পৌঁছে দেয়া হয়।
এর আগে ১৫ মে শুক্রবার মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩ হাজার দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে তালিকা করে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়। উল্লেখ্য যে, প্রতি বছর রমজান মাসে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এবছর বৈশ্বিক মহামারী করোনা প্রভাবের কারণে প্রথম দফায় ২০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী প্রদানের পর সাধারণ মানুষের চাহিদার প্রেক্ষিতে দ্বিতীয় দফায় আরও ৫ হাজার পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।