আবুল কালাম আজাদ, চুনারুঘাট।।
হবিঞ্জের চুনারুঘাটে করোনা জয় করে বাড়ি ফিরেছেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, এস আই এম এ বাতেনসহ ৪ পুলিশ ও হাসপাতালের পরিসংখ্যানবিদ নজরুল ইসলামসহ ৫ স্বাস্থ্যকর্মী। গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থেকে তাদের ছাড় দেওয়া হয়। তারা গত ২৩ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছিল। পরে তাদের চিকিৎসা চলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আইসোলেশনে। এরই মধ্যে দুবার তাদের নমুনা পরীক্ষা করা হলে দুবাই তাদের রিপোর্ট নেগেটিভ আসে।
এবিষয়ে অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন, প্রায় ২৪দিন আইসোলেশনে ছিলাম। সে সময়ে ডাক্তারের পরামর্শমতে সব সময় গরম পানির ভাপ নিয়েছি, আদা লেবু, লং, মেথির গরম পানি পান করেছি। পাশাপাশি প্রচুর পরিমানে ভিটামিন ডি ও ভিটামিন সি জাতীয় খাবার খেয়েছি। যাতে শরীবে এন্টিবডি তৈরী হয়। আর সময় আল্লাকে ডেকেছি। ডাক্তার দুলন দেব বলেন, সব সময় লেবুর চা, আদার রস খেয়েছি। খেয়েছি সব সময় গরম পানি।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন বলেন, পরামর্শমত চিকিৎসা নিলে অবশ্যই করোনা ভাল হয়। আজ যারা সুস্থ্য হয়েছেন তারা সবাই ডাক্তারের পরামর্শ মতো বেশি বেশি গরম পানির ভাপ নিয়েছেন, গরম পানি পান করেছেন, আদা ও লেবুর চা পান করেছেন। পাশাপাশি তারা শরীরের এন্টিভডি তৈরী হয় এমন খাবার খেয়েছেন। তাই তারা দ্রুত স্স্থ্য হয়ে উঠেছেন।