স্টাফ রিপোর্টার : ডিজিটাল নিরাপত্তা আইনে আটককৃত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর জামিন মঞ্জুর হয়েছে। বুধবার (১৭ জুন) দুুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় আটককৃত দুই সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও আব্দুল জাহির এর ৫ দিনের রিমান্ডের আবেদন করেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। অপরদিকে দুই আসামীর রিমান্ডের বিরোধীতা করে জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত রিমান্ড না মঞ্জুর করেন এবং সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর জামিন মঞ্জুর করেন এবং আব্দুল জাহির এর জামিন না মঞ্জুর করেন। আব্দুর রাজ্জাক রাজুর আইনজীবী এডভোকেট শাহ ফখরুজ্জামান বলেন, এই আদেশে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে সাংবাদিককে হয়রানী করার জন্য। তিনি আরও জানান, সাংবাদিক আব্দুল জাহিরের জন্য দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করবেন। প্রসঙ্গত, চুনারুঘাট উপজেলার হিন্দু কমিউনিটি নেতা প্রণব পাল বাদী হয়ে এই মামলাটি দায়ের করলে গত ৯ জুন ওই দুই সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে হবিগঞ্জে সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেন।