মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের হতদরিদ্র ৬৬২জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) সকালে ছাতিয়াইন ইউনিয়নের পুরাতন ইউপি ভবন প্রাঙ্গণে সায়হাম গ্রুপের উদ্যেগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়ে।
এ সময় উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপে ইফতার সামগ্রী বিতরণের প্রধান সমন্বয়ক প্রকৌশলী রেজাউল করিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জালাল মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল মোঃ আবু নাছের, সাংগঠনিক সম্পাদক দিয়ারিশ মিয়া, সহ সভাপতি শফিক উদ্দিন, যুবদল সভাপতি জাবেদ মিয়া প্রমূখ।
প্রকৌশলী রেজাউল করিম বলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সালের উদ্যেগে মাধবপুর ও চুনারুঘাট উপজেলা প্রতিবছর এ ধরনের ইফতার সামগ্রী বিতরণ করেন।