প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষ্যে সারা দেশে এক কোটি গাছ লাগানোর লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘মুজিববর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেছেন হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ পারভেজ। এতে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন।