খোলা চিঠি
বরাবর,
প্রিয় অভিবাবক,
মাননীয় এমপি মহোদয়,
শ্রদ্ধেয় এডভোকেট জনাব মোঃ আবু জাহির
হবিগঞ্জ-৩ আসন (হবিগঞ্জ -লাখাই-শায়েস্তাগঞ্জ)।
বিষয়: জনদুর্ভোগ পরিত্রাণে একটি রাস্তা সংস্কারের আবেদন।
পত্রের শুরুতে সালাম ও হাজার ফুলের শুভেচ্ছা। আশা করি, আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আপনার নির্বাচিত এলাকার সচেতন নাগরিক ও আপনার একনিষ্ট ভক্ত। আমরা আপনার নির্বাচিত এলাকার হবিগঞ্জ-৩ আসন (হবিগঞ্জ সদর -লাখাই -শায়েস্তাগঞ্জ) এর সদর থানার ৫নং গোপায়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের যাত্রাবড়বাড়ি গ্রামের বাসিন্দা।
মাননীয় এমপি মহোদয়, আমাদের এলাকার জন সমস্যার একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যাত্রাবড়বাড়ী, নোয়াহাটি আলাপুর, রায়ধর, সৈয়দপুর, পাটলি, কাটাখালী গোপালগঞ্জ বাজার এর যাতায়াতের জন্য একমাত্র রাস্তা যাত্রাবড়বাড়ী তেমুনিয়া (সেপ্টি) থেকে গোপালগঞ্জে যে রাস্তাটি আছে। এই একটিমাত্র রাস্তা দিয়েই আমাদেরকে বাজারে এবং হাওরে যেতে হয়। কেবল এই রাস্তার উপর নির্ভরশীল কৃষকদের ফসল ঘরে তুলা।
আমাদের এই একমাত্র চলাচলের রাস্তাটি বর্তমানে ভীষণ রকম বেহাল অবস্থায় রয়েছে। এই একমাত্র ভরসার রাস্তাটি বর্তমানে আমাদের চলাচলের জন্য একেবারেই অনুপযোগী। ফলে আমাদের চলাচলে ভীষণ দুর্ভোগ পোহাতে হয়। আর এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছে আমাদের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। রাস্তার বেহাল অবস্থার কারণে, এই রাস্তা দিয়ে কোনো প্রকার গাড়ি চলাচল করতে পারে না। এমনকি এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঢুকতেও পারে না। রাস্তার এই দূূূরাবস্থার কারণে গ্রামের কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে কোনো রকমে রিকসা বা ভ্যানে বসিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়।
যাত্রাবড়বাড়ী তেমুনিয়া থেকে গোপালগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটি জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কাঁচা রয়ে গেছে। ফলে সারাবছর এই ভাঙাচোরা ও জরাজীর্ণ রাস্তা দিয়ে এলাকার মানুষকে নিদারুণ কষ্টের মধ্যে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটির বিভিন্ন জায়গায় খানা-খন্দের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ সময়ে জনগণের দুর্ভোগ চরমে ওঠে। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত থাকায় কাদাপথে তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এখানে চলাচলকারী গাড়ী দুরের কথা, পায়ে হেঁটে চলাচল করতে এলাকার লোকজনদের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে লোকজনকে কষ্ট করে প্রতিদিন এই কাদা মাড়িয়েই হেঁটে প্যান্ট কিংবা লুঙ্গি উঠিয়ে চলাচল করতে হচ্ছে। শুধু এটুকু রাস্তার কারণে এলাকার জনজীবন অন্য এলাকা থেকে পিছিয়ে যাচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবিটি আজও পূরণ হয়নি।
আমাদের গ্রাম একটি কৃষি নির্ভর গ্রাম। এ গ্রামের কৃষকরা তাদের ক্ষেতে বারোমাস বেগুন, কাচামরিছ, লাউ, করলা, সিম, বাঁধা কপি, আলু, শশা, পুঁইশাক প্রভৃতি সবজি আবাদ করে থাকে। বাণিজ্যিকভাবে উৎপাদিত এসব সবজি রাস্তার বেহালদশার কারণে গ্রামের কৃষকগণ তাদের পণ্যের বাজারজাত করতে পারছে না। উন্নয়নের এই যুগে পাকা রাস্তা না থাকায় আমরা সবদিক থেকে অনেক পিছিয়ে আছি। নির্বাচন এলে স্থানীয় সরকার ও সংসদ নির্বাচনের প্রার্থীরা এলাকায় এলে এলাকাবাসী দাবি জানায়, তখন প্রত্যেক প্রার্থী রাস্তার উন্নয়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায় কিন্তু রাস্তার উন্নয়ন হয় না।
আমাদের গ্রামের এই সামান্য পরিমাণের রাস্তা (যাত্রাবড়বাড়ী তেমুনিয়া থেকে গোপালগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা), এই অংশটি পাকা করা হলে জনগণের মারাত্মক দুর্ভোগ অনায়াসেই লাঘব হয় এবং এলাকাটি সম্পূর্ণভাবে পাকা রাস্তার নেটওয়ার্কের আওতায় চলে আসে।
এলাকার জনগণের পক্ষ থেকে আপনার কাছে এই খোলা চিঠির মাধ্যমে বিনীত নিবেদন যে, এই দুর্ভোগের রাস্তাটি সংস্কার ও পাকা করে আমাদের সকলকে কৃতজ্ঞ করবেন । উক্ত রাস্তাটুকু পাকা করলে অত্র এলাকার জনগণের অনেক উপকার হয়। জননেত্রীর উন্নয়নে পরিপূর্ণ সফলতা আনতে আমাদের রাস্তাটুকুও যাতে অংশীদার হতে পারে সেজন্য আপনার কাছে সদয় মিনতি করছি।
সড়কটি গ্রামবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত লোক এই রাস্তা দিয়ে চলাচল করে। সরকারপ্রধান ও এমপি মহোদয় ও সংশ্লিষ্টদের কাছে এলাকাবাসীর দাবি, রাস্তাটির সার্বিক উন্নয়নসহ অবিলম্বে পাকা করা হোক। বর্তমান সরকারে আমলে যা উন্নতি চোখে পড়েছে তা অতীতে আর কোন সরকার করেছে বলে আমার জানা নেই। দেশ ও দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে তথা আমাদের অভিবাক হিসাবে আমাদের সমস্যার কথাগুলো বিবেচনা করে আমাদের রাস্তাটির কাজের জন্য সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করিবেন, সেই আশা রাখি।
বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে রাস্তাটি নির্মাণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
পরিশেষে, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং আমরা যেন দীর্ঘকাল আপনাকে আমাদের মাঝে পাই, সেই কামনাও থাকবে। পত্রে অসাবধানতাবশত যে কোনো ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা পোষণ করি।
ইতি,
দুর্ভোগ্য এলাকার অবহেলিত জনগণ।
হবিগঞ্জ সদর -৩ আসন।