হবিগঞ্জের বাণী ডেস্ক : দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক প্রকাশক ও আমার এমপি ডট কমের প্রতিষ্ঠাতা প্রকৌশলী সুশান্ত দাশ গুপ্তকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির এর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৬ টার দিকে হবিগঞ্জ পৌর শহরের চিরাকান্দিস্থ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অফিস থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। আটকের পর সুশান্ত দাশ গুপ্ত তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন, আমার বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশিত কিছু নিউজের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। আমাকে গ্রেফতার করে এসপি অফিসে আনা হয়েছে। সবাইকে বলবো ধৈর্য ধরতে।
যথাযথ আইনী প্রক্রিয়ায় মুক্ত হয়ে আসবো। জয় বাংলা।