স্টাফ রিপোর্টার ॥ পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, তথ্য অধিকার আইন সাংবাদিকদের কর্মক্ষেত্রকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। একই সাথে সংবাদকর্মীদের দায়িত্ববোধকেও বাড়িয়েছে সমান ভাবে। সর্বাবস্থায় দায়িত্ববোধ নিয়ে কাজ করাই সংবাদকর্মীদের প্রথম ও প্রধান লক্ষ্য।
রোববার (০১ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত নারী ও শিশু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি উক্ত অভিমত ব্যক্ত করেন।
মহাপরিচালক আরও বলেন, সাংবাদিকতায় এখন ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় অনেকটাই সুবিধা এনে দিয়েছে। যা অতীতে বহু কষ্টসাধ্য ছিল। সুযোগ যেমন বেড়েছে, তেমনি নিত্য নতুন জটিলতাও বেড়েছে। এখন খুব সহজেই গুজব ছড়িয়ে বড় ধরণের ক্ষতি সাধান করা সম্ভব। যা সংবাদপত্র জগতকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। কোন তথ্যই ক্রসচেক ছাড়া গ্রহণ করা উচিত নয়।
তিনি বলেন, সরকার সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য খুবই আন্তরিক। ইতিমধ্যে বেশ কিছু প্রণোদনা দেওয়া হচ্ছে এবং দেয়া হবে। নির্ধারিত কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও সুপারিশের ভিত্তিতে তা প্রদান করা হবে।
সভায় মহাপরিচালক ও রিসোর্স পার্সনদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির।
প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশ নেন।