মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের উপ নির্বাচনে বিজয়ী জাহানারা চৌধুরী শিরিন দায়িত্ব বুঝে নিয়েই স্কুলের জন্য নতুন ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জানাযায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তৌফিক আলম চৌধুরী এর মৃত্যুতে সভাপতি পদটি শুন্য হয়ে যাওয়ায় উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৌফিক আলম চৌধুরী’র সহধর্মিণী জাহানারা চৌধুরী শিরিন সভাপতি হিসেবে নির্বাচিত হন। রবিবার ( ২ আগষ্ট) সকল ১১ টার দিকে তিনি আনুষ্ঠানিক ভাবে সভাপতির দায়িত্ব বুঝে নেন। এসময় তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে বিদ্যালয়ের জন্য একটি ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।