মো: হামিদুর রহমান রাজু, মাধবপুর থেকে ॥
মাধবপুরে আদিবাসী দূরবারী মুন্ডা বাড়ি এক মাসের খাদ্য সামগ্রী পৌছে দিলেন প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহম্মেদ।
সোমবার (২৭শে এপ্রিল)দুপুরে উপজেলার হরিনখোনা গ্রামে নৃগোষ্টীর এক মাএ পরিবার ।করোনার প্রভাবে নিদারুণ কষ্টে,কাটছে দূরবারী মুন্ডার পরিবার কেউ তার খবর নেয়নি।
প্রায় গ্রামের হাজারো পরিবারের মাঝে প্রায় একঘরে জীবন যাপন এপরিবার টির।৫সদস্যের পরিবারের এক মাত্র রোজগারি নাতি কাট মিস্ত্রি করোনার প্রভাবে বেকার। তাই পরিবার টি খেয়ে না খেয়ে মানবেতর জীবন কাটছে।
এবিষয়ে সাংবাদিক হামিদুর রহমান পেইজ বুকে একটি স্ট্যাটাস দেয়।এটি প্রশাসনের নজরে আসলে সহকারী কমিশনার ভুমি আয়েশা আক্তার সরকারী ত্রাণের পেকেট তার বাড়ি পৌছে দেন ।
মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ দুরবারী মুন্ডার দুরঅবস্থার খবর পেয়ে সোমবার সাংবাদিক হামিদুর রহমান কে সাথে নিয়ে দুরবারী মুন্ডার হাতে ত্রান সামগ্রী পৌছে দেন। মহিউদ্দিন আহমেদ বলেন, প্রত্যেক কে সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে মানবিক কারনে দাড়ানো দরকার।