বিশ্ব জনসংখ্যা দিবস-২০২১ উপলক্ষে জাতীয় পর্যায়ে (দেশের সেরা) শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) নির্বাচিত হয়েছেন লাখাইয়ের ডা. মো. ফরাস উদ্দিন।
রোববার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে (এপ্রিল ২০২০) হতে (মার্চ ২০২১) পর্যন্ত সময়কালে পরিবার পরিকল্পনা বিভাগ এবং মা ও শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রমে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় লাখাই উপজেলার করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডা. মো. ফরাস উদ্দিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে ডা. মো. ফরাস উদ্দিন জানান, আমাকে দেশের সেরা হিসেবে নির্বাচিত করায় আমি আনন্দিত ও গর্বিত। তবে আমার এ সাফল্য একার নয়। উপজেলা, জেলা ও বিভাগীয় অধিদপ্তরের কর্তৃপক্ষ এবং করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রের কর্মরত সহকর্মীদের সার্বিক সহযোগীতায় আমার এ অর্জন।
আমাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।