হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় নতুন কর আরোপ ছাড়াই ৪১ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৯৭২টাকা বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক এ বাজেট ঘোষনা করেন।
এ উপলক্ষে মাধবপুর উপজেলার অফিসার্স ক্লাবের এক সংবাদ সম্মেলন করেন মেয়র। এ সময় মাধবপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক,কাউন্সিলর ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
উবাজেটে রাজস্ব আয় ও প্রারম্ভীক জের ধরা হয়েছে ৫ কোটি ৭২লাখ ৯৮ হাজার ৯৭২টাকা । এবং রাজস্ব ব্যয় ও রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসাবে স্থানান্তর দেখানো হয়েছে ৫কোটি ৪৬ লাখ ৮৭ হাজার ২৪১টাকা।
এ সময় বক্তব্য দেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক সাব্বির হাসান,সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি,শংকর পাল সুমন,আইয়ুব খান,ছানাউল হক শামীম,জামাল মোঃআবু নাছের, রাজীব দেব রাজু, সচিব আমিনুল ইসলাম,সহকারি প্রকৌশলী সহিদুল ইসলাম প্রমূখ।
বাজেট এবার রাস্তা, ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মান ও রক্ষণা বেক্ষণে ব্যপক গুরুত্ব দেওয়ার হয়েছে।
পৌর মেয়র হাবিবুর রহমান মানিক বলেন এ বাজেট জন কল্যানের। আমি সকলের সহযোগিতায় মাধবপুর পৌরসভাকে দৃষ্টিনন্দন করতে চাই। এ জন্য সকলেই সহযোগিত কামনা করছি।