ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে জীবানুনাশক টানেল উদ্বোধন করা হয়েছে।সোমবার ( ২২ জুন ) দুপুরে টানেলটি উদ্বোধন করেন প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম । করোনাভাইরাসের সুরক্ষা সরঞ্জাম হিসেবে যুক্তরাজ্য যুবলীগের দপ্তর সম্পাদক ও ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আছাবুর রহমান জীবনের অর্থায়নে জীবানুনাশক এই টানেলটি দেওয়া হয়েছে। টানেল উদ্বোধনের শুরুতেই উপজেলাবাসী সহ দেশ বিদেশের জন্য করোনাভাইরাস থেকে মুক্তি পেতে মহান সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছ উদ্দিন খাঁন। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিজুর রহমান,হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ,উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।