মেহেদী হাসান, নবীগঞ্জ : সোমবার ( ২৯ জুন) বিকাল ৪ টায় সামাজিক সংগঠন তারুণ্যের ডাক শাখোয়া বাজারের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার ৭ নং ইউ/পি’র ছোট শাখোয়া গ্রামের ঐতিহ্যবাহী কবরস্থান ও ঐতিহ্যবাহী শাখোয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপণ কর্মসূচি পরিচালিত হয়েছে। এর আগে গত ১৫ জুন কবরস্থান পরিষ্কার- পরিচ্ছন্নতা কর্মসুচি পরিচালিত হয়েছিল তারুণ্যের ডাক সংগঠনের উদ্যোগে।স্থানীয় সূত্রে জানা যায় প্রাচীন এই কবরস্থানটি ঝোপ-জঙ্গল ও আবর্জনায় ভরপুর হয়ে গিয়েছিল।উক্ত সংগঠনের উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ সম্পূর্ণ হয়েছিলো। কবরস্থানের অনেক জায়গা নদীতে বিলীন হয়ে গিয়েছে।এই নদী ভাঙন টেকাতে উক্ত সংগঠন নদীপাড় সহ উপরোক্ত মাদ্রাসা ও কবরস্থান প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেছে।