নবীগঞ্জে চাঞ্চল্যকর মিশুক চালক গুজাখাইড় গ্রামের সাহিদ উল্লাহ’র পুত্র আবেদ উল্লাহ সেজু (১৮) হত্যা মামলার প্রধান আসামি সুয়েব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতার সুয়েব হবিগঞ্জ শহরের উমেদনগর গ্রামের আজগর আলীর ছেলে। বর্তমানে তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে বসবাস করছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ৮নং সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের এক ফিশারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভির ফুটেজ দেখে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় এস আই সামছুল বিশেষ অভিযান পরিচালনা করে আসামি সুয়েবকে গ্রেফতার করেন।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর রাত ৯টায় ব্যাটারিচালিত অটোরিকশা চালানো অবস্থায় চালক সেজু নিখোঁজ হন। ২৭ অক্টোবর হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর এমআরসি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, আসামি সুয়েবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।