নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে মোটরসাইকেল চাপায় দুলাল রায় (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুলাল রায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ধনাই রায়ের ছেলে।
নিহত দুলাল রায়ের ভাই রিপন রায় জানান, গত শনিবার (১১ জুলাই) রাত ১০টায় দুলাল রায় ইনাতগঞ্জ বাজারে তার ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় একই ইউনিয়নের লামলীপাড় গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে রুহেল মিয়া (৩০) বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে দুলালকে চাপা দেয়। এতে দুলাল ছিটকে মাটিতে পড়ে বুক ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ সময় সাইকেল আরোহী রুহেলও ছিটকে রাস্তায় পড়েন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ইনাতগঞ্জ বাজার চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় দুলারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
মোটরসাইকেল আরোহী রুহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইনাতগঞ্জ ইউপি সদস্য আজির হাসান আরজু যুবক দুলাল রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।