হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃদের মধ্যে ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামের ফয়েজ মিয়ার পুত্র জুনু মিয়া (৪০) হত্যা মামলায় ও দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের রানু সরকারের পুত্র সুমন সরকার (৩৫)কে জিআর মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁনের দিক নির্দেশনায় এস আই শাহজাহান, এ এস আই আব্দুস সামাদ আজাদ, এ এস আই লোকেস চন্দ্র দাশ এর নেতৃত্ব একদল পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, যাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে এবং মাদক কারবারীসহ যারা অপরাধের সাথে জড়িত তাদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা।