নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনলাইন প্রেস-ক্লাব কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ অনলাইন প্রেস-ক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক ইনাতগঞ্জ বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মোফাজ্জল ইসলাম সজিবের পরিচালনায় কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নাবেদ মিয়াকে সভাপতি ও আলী জাবেদ মান্নাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ অনলাইন প্রেস-ক্লাব কমিটি গঠন করা হয়।
অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি হাসান চৌধুরী, সহ সভাপতি মোফাজ্জল ইসলাম সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া, কোষাধ্যক্ষ শাহরিয়ার আহমেদ শাওন, তথ্য প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফাহাদ আহমেদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দিপু আহমেদ। সিলেট ভিউ ২৪ ডটকমের নবীগঞ্জ প্রতিনিধি এসএম আমীর হামজা, ইনাতগঞ্জ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল ইসলাম, দৈনিক পরিবর্তন প্রতিনিধি জাফর ইকবাল, , প্রজন্ম কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম নাহিদ ,সরেজমিন প্রতিনিধি নীরব তালুকদার।