নবীগঞ্জে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
রিপোর্টার
/ ৩৬২
বার
আপডেটের সময় :
সোমবার, ১ জুন, ২০২০
শেয়ার করুন
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ওমরপুর গ্রামে সরকারি ভূমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ওমরপুর গ্রামের সুমন আহমেদ ও সমর উদ্দিন নামে দুই ব্যক্তি সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয় এমন কোনো অপরাধ মূলক কাজ যে কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।