নবীগঞ্জ উপজেলার ৭ নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইভটিজিংয়ের দায়ে মৃত সালাম এর পুত্র সুলতান মিয়া (২৬) নামের এক বখাটে যুবককে ১০ মাস ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে সাড়ে ৩ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান,একজন কিশোরী কে একলা পেয়ে ইভটিজিং তথা সম্ভ্রমহানির চেষ্টা করে। কিশোরীর চিৎকারে এলাকাবাসী দৌড়ে হাতেনাতে ধরে ফেলে সুলতান মিয়া কে পরে তাৎক্ষণিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ঘটনা স্থলে উপস্থিত হয়ে সকল ঘটনা সন্দেহাতীত ভাবে উদঘাটিত ও প্রমাণিত হওয়ায় ১৮৬০ এর ৫০৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইভটিজার সুলতান মিয়া কে সর্বোচ্চ ১০ মাস ১০ দিনের কারাদন্ড দেয়া হয়।আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের চৌকস একটি দল।