ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ : নবীগঞ্জে উপজেলায় আরও ১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে মোট ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে সনাক্ত ব্যাক্তি সোনালী ব্যাংক নবীগঞ্জ উপজেলা শাখার এক কর্মকর্তা।এ নিয়ে সোনালী ব্যাংক এর ২ জনের করোনা শনাক্ত হয়েছে।করোনা ভাইরাস সন্দেহে নবীগঞ্জ সোনালী ব্যাংক শাখার সকল কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে ঢাকা ও সিলেট ল্যাবে পাঠানো হয়েছিল।বৃহস্পতিবার (১১ জুন) সকালে ১ জনের করোনা রির্পোট পজেটিভ আসে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, এ পর্যন্ত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬১৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও সিলেট ল্যাব এ পাঠানো হয়েছে।এর মধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে ২৭ জনের ও নেগেটিভ রিপোর্টে এসেছে ৪৬৬ জনের। সব মিলিয়ে নবীগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৭ এবং সুস্থ হয়েছেন ১৮ জন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।