ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে উঠেছে ।এ ঘটনায় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মৃত দনাইকারীর পুত্র ফরহাদ, ও ইউনুস মিয়ার পুত্র নাদিম মির্জা ও আরজু মিয়াসহ অজ্ঞাত আরো ১৫/২০ জনের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাদী হয়ে ১ (জুন) নবীগঞ্জ থানায় পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ মে চেয়ারম্যান নজরুল ইসলাম ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদে বসে প্রধানমন্ত্রীর ঈদের উপহার ২ হাজার ৫ শত টাকা বিতরণের জন্য তালিকা প্রস্তুত করছিলেন। এসময় নাদিম মির্জা, ফরহাদ ও আরজু মিয়া দলবল নিয়ে এসে চেয়ারম্যান নজরুল ইসলামের নিকট তালিকা দেখতে চায়। তালিকার কাজ চলছে এখনো প্রস্তুত হয়নি, তাই দেওয়া যাবে না জানালে তারা অতর্কিতভাবে লাঠিয়াল বাহিনী নিয়ে হামলা চালিয়।এতে চেয়ারম্যান সহ বেশ কয়েকজন আহত হন। এ সময় হামলাকারীরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের পকেটে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। নবীগঞ্জ থানার (ওসি) আজিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।