নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে ঢাকা থেকে বাড়ি ফেরত ব্যক্তিকে নিয়ে করোনা আতংকে দ্বন্দের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ জন। শুক্রবার (৫ জুন) সকাল ১০ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের লালফর উল্লার পুত্র সুমন মিয়া সম্প্রতি ঢাকা হতে বাড়ি ফিরেন। বিষয়টি স্থানীয় প্রশাসনে জানান একই গ্রামের ময়না মিয়া।এ ঘটনায় উভয়ের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হলে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের পরিদর্শক সামছুদ্দিন খান বিষয়টি মিমাংসা করে দেয়। শুক্রবার সকালে এরই জের ধরে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১৫ জন লোক আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। আহতরা হলেন, সুমন মিয়া (৩৫), দিদার আহমেদ (২৪), সাজু মালা (৪০), সালেমআ বিবি (৮০), আলেছা বিবি (৭০), রাকিম মিয়া (১৭), আলীবুর হোসেন (৩০), উর্মী বেগম (২৪), খলিল মিয়া (৩৫), বিলকিস বেগম (৪০)। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। খোঁজ নিয়ে আরো জানাগেছে উভয়পক্ষ মামলা দায়ের এর প্রস্তুতি নিচ্ছে।