নাভিদ মিয়া/ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ ।। নবীগঞ্জে নারায়নগঞ্জ ফেরত ৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। শুক্রবার (০১ মে) বিকেলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ এই তথ্য সাংবাদিকদের জানান।
এ সময় তিনি বলেন, আমরা এ পর্যন্ত ১৭০ জনের নমুনা প্রেরণ করি। এর মধ্যে ৩৪ জনের রিপোর্ট আসে। তাদরে মধ্যে ৫ জনের করোনা পজেটিভ ও অন্যদের নেগেটিভ রিপোর্ট আসে।
আক্রান্তরা হলেন, উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর গ্রামের ৩ জন, জগন্নাতপুর গ্রামের ১ জন ও করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের ১ জন।
তিনি আরও বলেন, আজকের মধ্যে আক্রান্ত ৫ জনের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ ও আক্রান্তদের বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, বলেন, সরকারের স্বাস্থ্য বিধি অনুযায়ী যে ধরনের চিকিৎসা সেবা দেয়ার প্রয়োজন, সেই ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে।