ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নতুন করে ৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।এনিয়ে উপজেলায় মোট করোনা সনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬ জন।নতুন সনাক্ত রোগীদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে বলে জানা যায়। রোববার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সামাদ।