ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাবাসীকে করোনার সতর্কবার্তা দিয়ে মাইক হাতে নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ কুমার পাল। প্রতিদিন বিকেল ৪টার পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফার্মেসি ব্যতিত সব ধরণের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এ সময় জরুরি প্রয়োজনে কাউকে ঘর থেকে বের না হওয়ার আহ্বানও জানানো হয়। নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করতে গেলে মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক ছাড়া কাউকে বাইরে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
আজ রোববার (২১ জুন) দুপুর ১২টায় মাইক হাতে উপজেলাবাসীকে সতর্ক করতে প্রচার অভিযানে নামে প্রশাসন। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাল, মুদি, কাপড় ও খাবারের দোকানের মালিকসহ অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী ও থানার ওসি মো. আজিজুর রহমান।
এ ব্যাপারে ইউএনও বিশ্বজিৎ কুমার পাল বলেন, করোনাভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছে। আমরা সবাই সতর্ক থাকতে হবে। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, মুখে মাস্ক পরা এসব নির্দেশনা মানতে হবে। জনগনকে সতর্ক করতে আমাদের প্রচার অভিযান অব্যাহত থাকবে এবং যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।