ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ : সেনা সদর দপ্তরের নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা কর্মসূচি পালন করছে বাংলাদেশ সেনা বাহিনী। কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে দিনব্যাপী দুই শতাধিক প্রসূতি মায়েদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। এসময় প্রসূতি মায়েদের করোনাকালিন সময়ে সচেতনতামূলক প্রশিক্ষণ, লিফলেট বিতরণ ব্লাড সুগার নির্নয় মাস্ক বিতরণ করা হয়। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০ টায় ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজনে উক্ত চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় ছিলেন সিলেট সিএমএইচ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নবীগঞ্জ উপজেলা প্রশাসন। ক্যাম্পেইনের সার্বিক পরিচালনায় ছিলেন ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ খালিদ আইয়ূব, এমপিএইচ। সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা মায়েরা সুশৃঙ্খল ভাবে সেনাবাহিনীর চিকিৎসকদের সেবা নিচ্ছেন এবং ব্যবস্থাপত্র দেখে প্রয়োজনীয় ঔষধ প্রদান করছে সেনাবাহিনীর মেডিকেল টিম। এখানে চিকিৎসক হিসেবে রোগি দেখেন, সিলেট সিএমএইচ এর স্ত্রী ও ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ মেজর কামরুন নাহার লাইলি, মেডিকেল অফিসার ক্যাপ্টেন জেসমিন আক্তার এবং ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর ক্যাপ্টেন ডেবুরা নওশিন। মেডিকেল টিমের সাথে ছিলেন, ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আহমেদ ফারুক আজিজ। উক্ত মেডিকেল টিম চলাকালে পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সুহুল আমীন, অধ্যক্ষ লুৎফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার,সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, সাংবাদিক এম মুজিবুর রহমান প্রমুখ।