হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে জুয়েল মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ফজর আলীর বড় ভাই মুনসুর মিয়া (২০) ও পিতা ফজর আলী (৬০)। শনিবার (২৯ আগস্ট) বিকালে ৫ টায় উপজেলার ২ নং পৃর্ব বড় ভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের এই ঘটনাটি ঘটে।
জানা যায়, পিতা ও ২ ছেলে মিলে তাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফার্ম বাজারের কাছে তাদের হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে । এতে জুয়েল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মুনসুর মিয়া ও ফজর আলীকে (৬০) উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।