ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর বাড়িতে টিউবয়েল বসাতে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ নয়ন মিয়া (২৭) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়ার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে। তবে তার পিতার নাম জানা যায়নি ।নিহতের সাথের শ্রমিকরা জানান , টিয়োবয়েল বসানোর কাজ করার শেষ পর্যায়ে বিদ্যুৎ এর লাইন বন্ধ না করে তারের মধ্যে হাত দিয়ে মটর এর লাইন গোছাতে চাইলে নয়ন বিদ্যুৎ স্পৃষ্ট হয় পড়ে। তারাতাড়ি করে মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অনুপম দাশ তাঁকে মৃত ঘোষণা করেন।