বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নবীগঞ্জ উপজেলার হতদরিদ্র ৮০ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন।
রোববার (০৫ জুলাই) নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপহার বিতরণের উদ্ধোধ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক সফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সভাপতি মুরাদ আহমদ, নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষক রেজাউল করিম, যুবদল নেতা রাজন আহমেদ, অলিউর রহমান অলি, ছাত্রনেতা সাইফুর রহমান রাজন প্রমুখ।