হবিগঞ্জের নবীগঞ্জে গরু চড়াতে গিয়ে হাওরে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ও আহত ১ মঙ্গলবার (১৮ মে) বিকেল ৩ ঘটিকার সময় বজ্রপাতে ঘটনা টি ঘটে। জানা যায়- নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছোট আলী পুর গ্রামের ইসমাঈল মিয়ার ছেলে নাসির মিয়া (১১) ঘটনাস্থলে মারা যায় ও তার সাথে থাকা আহত তার খালাত ভাই মঞ্জু মিয়া ছেলে ফয়সল মিয়া (১৪)। নিহতের বাবা ইসমাঈল মিয়া জানান, নাসির ও তার খালাত ভাই ফয়সল ছোট আলী পুর গ্রামের হাওরে গরু চড়াতে গিয়েছিল পাশের বাড়ির এক ব্যাক্তি উনার গরু হাওর থেকে বাড়িতে নিয়ে আসতে গেলে দেখতে পান আহত যুবক চিৎকার করছে সাথে সাথে ইসমাঈল মিয়াকে খবর দিলে তারা দ্রত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক নাসির মিয়া মৃত্যু বলে জানান সাথে থাকা উপর শিশু ফয়সলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, কিন্তু আহত ফয়সল এর পিতা মঞ্জু মিয়া তেমন সামর্থ্য না থাকায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নবীগঞ্জ থানা পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরী করেছে। বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এস আই স্বপন চন্দ্র সরকার।