মো: নাবেদ মিয়া, নবীগঞ্জ : নবীগঞ্জে একটি প্রাইভেট মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সোমবার (১ জুন) ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে একটি মাইক্রোবাসে করে ৯ জন যাত্রী বানিয়াচং উপজেলার মার্কুলির উদ্দেশ্যে যাচ্ছিল। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা (লাভের ব্রীজ) নামকস্থানে পৌছামাত্র মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের সব যাত্রী আহত হন। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করায় তাদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। ইনাতগঞ্জ বাজারের এক ফার্মেসী ব্যবসায়ী জানান, সোমবার ভোর রাতে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে আসেন মাইক্রোবাসে থাকা ৯ জন যাত্রী। তবে তাদের নাম ঠিকানা রাখা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই চলে যান।