ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি জে আই স্যুট গার্মেন্টস এর সামনে থেকে সঞ্জু বিশ্বাস (৪২) নামে এক মানসিক রোগীর লাশ উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। সঞ্জু বিশ্বাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কাশিলা গ্রামের অমর বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় জনতা লাশ দেখে খবর দিলে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক জানান, ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।