ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ প্রতিনিধি।।নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলায় ১৮ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূল্য কায্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দোকানপাট খোলার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন।