মোঃ নাবেদ মিয়া,নবীগঞ্জ প্রতিনিধি॥ বাঁশ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক সুইয়েলসহ দু’জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ মে) দুপুরে ঢাকা সিলেট মহা-সড়কে। প্রাথমিক অবস্থায় অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম ঠিকানা শনাক্ত করতে কাজ করছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ঢাকা সিলেট মহা-সড়কের রুকনপুর নামকস্থানে বাঁশ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি সিএনজি’র। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি চালকসহ অপর এক যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধারে কাজ করছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। সিএনজি চালক সুইয়েল (৩০) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের আব্দুল কাদিরের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি মোঃ এরশাদুল হক ভূইয়া।