নিজস্ব প্রতিনিধি।। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ পৌর শহরের পূর্ব তিমিরপুর এলাকা থেকে হিলাল মিয়া তালুকদার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গত শনিবার রাত আটটায় ডিবির এসআই দেবাশীষ দাস এর নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর এলাকার হানিফ মিয়ার পুত্র। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে হিলাল মিয়া তালুকদার এলাকায় মাদক বিক্রি করে আসছে।এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার ( ২১ জুন) তাকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।ডিবির এস আই দেবাশীষ দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে।