ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবানুনাশক টানেল উদ্বোধন করলেন হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ সদস্য গাজী মোহাম্মাদ শাহ নওয়াজ মিলাদ পক্ষে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে জীবানুনাশক টানেলটি উদ্বোধন করা হয়। জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাসিন্দা লন্ডন প্রবাসী মোঃ কমর উদ্দিন জুলহাস এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও সাধারণ মানুষের কথা চিন্তা করে করোনাভাইরাস সতর্কতায় জীবানুনাশক টানেল প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার বিশ্বজিত কুমার পাল, উপজেলা প. প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবাদুল হেলাল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া,কাউন্সিলর জায়েদ চৌধুরী প্রমুখ।