স্টাফ রিপোর্টার।। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে চলছে অঘোষিত লকডাউন। বিপাকে পড়েছেন গরিব ও নিম্ন আয়ের মানুষ কাজকর্ম বন্ধ থাকায় অনেকে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় এলাকার নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন।
তিনি গত ১৫ দিন ব্যাপি শায়েস্থাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্ম আয়ের মানুষদের তালিকা করে ১৫‘শ টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, বিতরণ করেন।
ইসহাক আলী সেবন জানান, করোনাভাইরাসের কারণে নিত্যপণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ রয়েছে। এ অবস্থায় কাজকর্ম না থাকায় বিপাকে পড়েছেন গরিব ও নিম্ন আয়ের মানুষ। এই পরিস্থিতিতে আমার নিজস্ব অর্থায়ন থেকে আমার এলাকার দিন মুজুর অসহায় ১৫‘শ পরিবারকে খাদ্য দিয়ে সহায়তা করেছি।