হবিগঞ্জের বাণী ডেস্ক : দীর্ঘ ৯ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৫ মে) আবারও চালু হয়েছে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর আগে চিকিৎসক সহ ৭ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হলে গত ২৫ এপ্রিল চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে লগডাউন ঘোষনা করা হয়েছিল।
কিন্তু হাসপাতালটি চালু হওয়ার দিনই চুনারুঘাট বাসীর জন্য আরেকটি দুঃসংবাদ আসলো। আজ চুনারুঘাটের ১ জন স্বাস্থ্যকর্মী, ৫ জন পুলিশ সহ আরও ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন সনাক্ত ৫ পুলিশ সদস্যের মধ্যে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জও আছেন বলে জানা যায়।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন জানান, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চালু হয়েছ। এখন থেকে রোগীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন।