নবীগঞ্জে সামজিক সংগঠন পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার হিসেবে পথ শিশুদের মধ্যে কাপড় বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী ও পথ শিশু ফাউন্ডেশন’র সৌজন্যে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে আউশকান্দি এলাকার ফুলকলির সামনে দরিদ্রদের মধ্যে এসব কাপড় বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুজ্জামান শানু, পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ জাহেদ আহমেদ, নাঈম আহমেদ, এবাদুর রহমান, আলাল আহমেদ, মুজাহিদ ইসলাম, হুসাইন আহমেদ, ইয়ামিন আহমেদ, তানভীর আহমেদ, ইমরান আহমেদ, রুমান আহমেদ, লিটন আহমেদ, তুফায়েল আহমেদ প্রমুখ।