গত কয়েকদিনের বৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে হবিগঞ্জের সাতছড়ী জাতীয় উদ্যানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতীয় উদ্যান ও এর পার্শ্ববর্তী ত্রিপুরাপাড়া গ্রামের যোগাযোগের গুরুত্বপূর্ণ দুটি সেতুর একটির পিলার ও আরেকটির সাইড ওয়াল পানির স্রোতে ভেসে গেছে। ফলে সেতু দুটিতে ফাটল দেখা দিয়েছে এবং কিছুটা দেবে গেছে।
যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে সেতু দুটি। স্থানীয় লোকজন বলছে পরবর্তী পাহাড়ি ঢলে সেতু দুটি ভেঙ্গে যাবে। জাতীয় উদ্যান এর পার্শবর্তী সাতছড়ি ত্রিপুরাপাড়া গ্রামের কয়েকটি বাড়ি ভেঙ্গে গেছে এবং গ্রামের একমাত্র রাস্তাটিও পাহাড়ি ঢলের স্রোত ভেঙ্গে গেছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে সরেজমিনে সাতছড়ী জাতীয় উদ্যানে গিয়ে দেখা গেছে, উদ্যানের ওয়াচ-টাওয়ার ও পায়ে হেঁটে ঘুরতে যাওয়ার তিনটি ট্রেইলে যাওয়ার জন্য ব্যবহৃত সেতুটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং দেবে গেছে। সেতুটিকে ভাঙ্গনের হাত থেকে বাঁচানোর জন্য নির্মিত সাইড ওয়াল পানির স্রোতে ভেঙ্গে অনেক দূর চলে গেছে। সেতুটি যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে।
ত্রিপুরাপাড়া গ্রামে প্রবেশের একমাত্র সেতুটির একটি পিলার পানির স্রোতে ভেঙ্গে ভেসে গেছে। গ্রামের দিকের সংযোগ সড়ক যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। গ্রামের কয়েকটি ঘর ভেঙ্গে গেছে এবং আরো দুটি ঘর ভাঙ্গনের দ্বারপ্রান্তে আছে। গ্রামের যোগাযোগের একমাত্র রাস্তাটি ভেঙ্গে যাওয়ার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে গ্রামবাসী।
ত্রিপুরাপাড়া গ্রামের আসিস দেববর্মা জানান, দীর্ঘদিন যাবত আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনকে বিষয়টি অবগত করলেও ভাঙ্গন ঠেকাতে কেউ কোন পদক্ষেপ নেয়নি। রাস্তা ও ঘরবাড়ি হারিয়ে গ্রামবাসী এখন খুবই মানবেতর জীবন যাপন করছে।