দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিক এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ডা.মোহাম্মদ মিলন মিয়া,কৃষি কর্মকর্তা মো.আল মামুন হাসান,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডা.মো.মাজহারুল ইসলাম,উপ সহকারী সম্প্রসারন কর্মকর্তা মো.ফরিদ মিয়া, ডেইরি এসোসিয়েশনের সভাপতি মো.মোত্তাকিম চৌধুরী প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডা.মো.মাজহারুল ইসলাম বলেন ন্যায্য মূল্যে বিক্রয় পুষ্টি সামগ্রী বহনকারী ভ্রাম্যমান যানটি উপজেলা সদরের বিভিন্ন স্থান ও হাটবাজারের পন্য বিক্রি করবে।